শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারের বদলি হয়েছে। একজন মানবিক ইউএনও হিসেবে শায়েস্তাগঞ্জ উপজেলায় এক বছরের ও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি। ইউএনও সুমী আক্তার সিলেটের জকিগঞ্জ উপজেলায় যোগদান করবেন।

ছবি : শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করবেন মিনহাজুল ইসলাম যায়েদ । ফাইল ছবি
শায়েস্তাগঞ্জ উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগ দিবেন সিনিয়র সহকারী সচিব মিনহাজুল ইসলাম যায়েদ। উনি নতুন ইউএনও হিসেবে যোগদান করবেন শায়েস্তাগঞ্জ উপজেলায় । মিনহাজুল ইসলাম যায়েদ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সন্তান। গত ২৮ তম বিসিএসে তিনি সাফল্যের সহিত উত্তীর্ণ হন।
নতুন ইউএনও যোগদানের বিষয়টি নিশ্চিত করে বিদায়ী ইউএনও সুমী আক্তার সকলের কাছে দোয়া চেয়েছেন।