শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি অবহিতিকরণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১৬ জানুয়ারি) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার হবিগঞ্জের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ মুহাম্মদ হুমায়ুন কবির, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলীসহ সকল প্রার্থীরা।