শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 6 January 2022

শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

মুহিন শিপন
January 6, 2022 4:56 pm
Link Copied!

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ  নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে  মনোনয়ন পত্র যাচাই-বাছাই করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান। যাচাই-বাছাইয়ে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ৩ জানুয়ারি চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান জানান, চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন্য প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯ হাজার ৯ শ ৮২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ২৭ জন এবং নারী ভোটার রয়েছেন ৪ হাজার ৯ শ ৫৫ জন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, পরদিন ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৩১ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

রাজনীতি সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়