শায়েস্তাগঞ্জ আইএফআইসি ব্যাংকের উদ্যোগে স্বাধীনতা অলিম্পিয়াড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 29 March 2022
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জ আইএফআইসি ব্যাংকের উদ্যোগে স্বাধীনতা অলিম্পিয়াড

Link Copied!

আইএফআইসি ব্যাংক লিমিটেড, শায়েস্তাগঞ্জ উপশাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জের স্কুলগুলোর শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা অলিম্পিয়াড-২০২২ আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিকালে এই অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্যাংকটির শায়েস্তাগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ হরিদাস চক্রবর্তী পংকজের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মশিউর রহমনা, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাউ স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল হক ও বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকরা।

অনুষ্ঠানে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রথমবারের মতো আায়োজিত এই স্বাধীনতা অলিম্পিয়াডে সম্মিলিতভাবে প্রথম স্থান অর্জন করে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল, ২য় স্থান অর্জন করে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অর্জন করে শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।