মুহিন শিপনঃ শায়েস্তাগঞ্জে ৭৫০ জন নারী – পুরুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক সহায়তা নগদ ৫শ টাকা করে পেয়েছেন।
রবিবার (২৭জুন) দুপুরে শায়েম্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় ৭৫০ নারী ও পুরুষের মাঝে ৫শ টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা নগদ অর্থ প্রদান করা হয়।
শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খাঁনের সভাপতিত্বে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।