তারেক হাবিব : শায়েস্তাগঞ্জে টানা ১১ দিন ধরে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফজল উদ্দিন তালুকদার। পর-পর ১১ দিন যাবৎ অসহায় মানুষের ১১ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি। প্রতিদিনের মত শুক্রবার (১৭এপ্রিল) সকালে স্থানীয় সুদিয়াখলা প্রাইমারী স্কুল মাঠে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফজল উদ্দিন তালুকদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক টিএম আফজাল, যুবলীগ নেতা মোঃ সুয়েব, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।