শায়েস্তাগঞ্জে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 April 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

Link Copied!

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ    হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ছবি : শায়েস্তা্গঞ্জের দাউদনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা 

এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ফার্মেসী ছাড়া সরকারের নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে রানা জুয়েলার্সকে ২ হাজার টাকা, মিজান কসমেটিকসকে ১০ হাজার টাকা , রুপা  কসমেটিকসকে ৫ হাজার টাকা সাইকেলের দোকান কে  ২০ হাজার টাকা, পুরান বাজার একটি চায়ের দোকানকে ৫০০ টাকা ও  সুটকির উপরে পলিতিন দিয়ে ডাকনা না থাকায় সুটকি ব্যাবসায়ী জন প্রতি ২শ টাকা করে ৫ জনে  ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা বলেন, জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। নিময় মেনে চলার জন্য তিনি সবার প্রতি আহবান জানিয়েছেন।