মুহিন শিপনঃ শায়েস্তাগঞ্জে নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে।
রবিবার (৭মার্চ) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেক কাটার মাধ্যমে আলোচনা সভার সূচনা করেন।

ছবি : কেক কেটে ঐতিহাসিক ৭ইমার্চ পালন করছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্যরা
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট হাইওয়ে সার্কেলের এএসপি শেখ মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, ৭ নং উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রজব আলী, উবাহাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ চান্দ আলী, সাবেক মেম্বার আঃ মন্নান।

এছাড়াও হবিগঞ্জ জেলা শ্রমিকলীগের ত্রান ও পুনর্বাসন সম্পাদক আঃ ওয়াহেদ, শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি ফুরুক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।