ঢাকাবৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

স্টাফ রিপোর্টার
আগস্ট ১১, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর নামকস্থানে অটোরিকশা (সিএনজি) দুর্ঘটনায় সুপ্তা রাণী দাশ (৩২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১আগস্ট) বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। নিহত সুপ্তা রাণী দাশ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মামদপুর গ্রামের পবিত্র দাশের মেয়ে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাবার পথে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত স্কুল শিক্ষিকা উপজেলার নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোসনা বেগম জানান, স্কুলে ক্লাস চলাকালীন সময়ে স্থানীয়দের মাধ্যমে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মী দুইজন নারী শিক্ষককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে তারা গিয়ে দেখেন তাদের সহকর্মী সুপ্তা রানী দাশ অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট হাসপাতালে প্রেরণ করা হলে বিকালে মারা যান।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন ।

Developed By The IT-Zone