শেখ শাহাউর রহমান বেলালঃ শায়েস্তাগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী উজ্জল মিয়া (৩৩) বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকালে উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের পূর্ব বিশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জল ওই গ্রামের মোঃ নুর হোসেনর ছেলে। জানা গেছে, দেশে করোনা সক্রামনের কারনে লকডাউন হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ে অনেকেই। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবী দারিদ্র মানুষের। উজ্জল মিয়ার সংসারও অভাব অনটন লেগে থাকায় গত কয়েকদিন ধরে স্ত্রী আখি আক্তার (২৫) এর সাথে কথার কথাকাটি হয়।
সকালে স্ত্রী ধান কাটাতে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করলে উজ্জল মিয়া করোনার ভয়ে ধান কাটতে অস্বীকার করে স্ত্রী অকথ্য ভাষায় গালাগালি করে।
এক সময় স্ত্রী স্বামীর ছেড়ে পিতার বাড়ি চলে যেতে চাইলে উজ্জল মিয়া বাধা দেয়। কিন্তু স্ত্রী না শুনায় উজ্জল মিয়া এতে ক্ষুব্ধ ও অভিমান করে সকালে সবার অজান্তে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।