সৈয়দ হাবিবুর রহমান ডিউ, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর এলাকায় অবস্থিত দি কনফিডেন্স একাডেমী স্কুলের তালা ভেঙে ১১টি সিলিং ফ্যান চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা।
এ খরব পেয়ে শুক্রবার( ১মে) দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পুরিদর্শন করে।
স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল আজিজ তালুকদার বাবুল জানান, করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় ৩০ এপ্রিল দিবাগত রাতে চোররা তালা ভেঙে প্রবেশ করে স্কুলের বিভিন্ন রুম থেকে ১১টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে। শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন,
স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। এ অবস্থায় প্রত্যেক স্কুলে পাহারাদার রাখা অত্যন্ত প্রয়োজন।