সৌমিত্র দাশ সুমন,শায়েস্তাগঞ্জ : মহামারি করোনার প্রতিরোধে সারা জেলার ন্যায় শায়েস্তাগঞ্জ ইউ এন ও সুমি আক্তারের নেতৃত্বে সেনাবাহিনী অভিযান শুরু করেছে। শনিবার(২৮মার্চ) সকাল১১টা থেকেই এ অভিযান চলে। উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহবান জানান।
তিনি আরও বলেন, করোনাকে ভয় নয়, প্রতিরোধ করতে হবে, তাই আপনারা সচেতন হউন, অন্যকেও সচেতন করুন। তিনি শায়েস্তাগঞ্জ পৌর এলাকাসহ প্রত্যেকটি এলাকায় এ অভিযান জোরদার করেন।