শায়েস্তাগঞ্জে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 15 April 2021
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

Link Copied!

মুহিন শিপনঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ সকাল ৬ টা থেকে শুরু হওয়া লকডাউন কার্যকর করতে সক্রিয়ভাবে মাঠে আছে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

এরই ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জে স্বাস্থবিধি না মানা, মাস্ক পরিধান না করা, নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা এবং নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রাখার অভিযোগে মোট ১৬টি মামলায় ১১ হাজার ১ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ছবি : শায়েস্তাগঞ্জে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে

বুধবার (১৪এপ্রিল) দিনব্যাপী শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার,  ড্রাইভার বাজার, ওলিপুর ও পুরান বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে অভিযান অব্যাহত থাকবে।

দুই ধাপে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-৯ (হবিগঞ্জ)  সিপিসি-১ এর ১টি এবং শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ১ টি টিম।