মুহিন শিপনঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া লকডাউন কার্যকর করতে সক্রিয়ভাবে মাঠে আছে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
এরই ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জে স্বাস্থবিধি না মানায় ৫ পথচারী এবং নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে ৭ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ছবি : অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম
সোমবার ৫েএ্রপ্রিল) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার ও ড্রাইভার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন এস আই হামিদুর রহমানের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।