শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে রেলওয়ের ভূমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলার হিড়িক পড়েছে। লিজ নেয়া ভূমিতে স্থায়ী পাকা ভবন নির্মাণের নিষেধাজ্ঞা থাকলেও রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তার সাথে আঁতাত করেই গড়ে তোলা হচ্ছে এসব বহুতল ভবন। এছাড়াও ইজারাকৃত ভূমি হস্তান্তরের নিয়ম না থাকলেও উচ্চমূল্যে হাত বদল হচ্ছে সরকারি এ ভূমি। কর্তৃপক্ষ যেন নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার স্টেশন রোডে রেলেওয়ের জায়গায় দ্বিতল ভবন নির্মাণ কাজ শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ী ইদ্রিস মিয়া ও বিকাশ পাল। এই জায়গা দুইটি তাউছ মিয়া ও তাজুল ইসলামের নামে ইজারা নেয়া হলেও এখন সেটির মালিকানা হস্তান্তর করা হয়েছে টাকার বিনিময়ে।
স¤প্রতি চারপাশে টিনের বেড়া দিয়ে অত্যন্ত গোপনে একতলা ভবনের কাজ সম্পন্ন করেন তারা। এরপর দ্বিতীয় তলা ভবনের কাজ শুরু করলে বিষয়টি সকলের নজরে আসে। রেলওয়ে সূত্র মতে, রেলের জায়গা কেউ লিজ নিলেও স্থায়ী পাকা ভবন করতে পারবে না। অস্থায়ী ঘর করে বসবাস করতে পারবেন। তবে রেল কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাকে সরিয়ে দিতে পারবেন।
এদিকে ইদ্রিস মিয়া বলেন, সবাই রেলের জায়গায় বহুতল ভবন করেছে। তাই আমিও করছি। এছাড়া রেলের লোকজন বিষয়টা দেখে গেছে। তারা ভবন নির্মাণে বাঁধা দেয়নি। তাই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশিকুর রহমান বলেন, আমি এই বিষয়ে অবগত ছিলাম না। তবে রেলওয়ের ভূমিতে পাকা দালান নির্মাণ সম্পূর্ণ অবৈধ। তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।