শায়েস্তাগঞ্জে রেলওয়ে ভূমি দখলদারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের : তদন্ত শুরু  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 10 December 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে রেলওয়ে ভূমি দখলদারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের : তদন্ত শুরু 

Link Copied!

মুহিন শিপন :   দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে ৩০০ কোটি টাকার জমি উদ্ধার করে রেলওয়ে স্টেট বিভাগ। অভিযান শেষ হওয়ার পরপরই নানা কৌশলে আবারও জমি  দখল করে ভবন নির্মান শুরু করে কতিপয় প্রভাবশালী ব্যক্তি। এই সুত্রে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায়  “শায়েস্তাগঞ্জে উচ্ছেদের পর রেলওয়ের জমি ফের দখল” শিরোনামে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের।

ছবি : শায়েস্তাগঞ্জে দথল হওয়া রেলের ভূমি সরেজমিনে তদন্ত করছেন রেলওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন

সম্প্রতি রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমান রেলওয়ে ভূমি দখলদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বিকালে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন সরেজমিনে এসে তদন্ত করেন।
এসময় তিনি বলেন, আমরা উপ-সহকারী প্রকৌশলীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এর সত্যতা পেয়েছি।
সকল অভিযুক্ত ব্যক্তিদেরকে আগামী ২ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর আলটিমেটাম দিয়েছি। কেউ যদি না সরায় তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
অভিযোগ পত্রে উল্লেখিত ব্যক্তিরা হলো, উপজেলার বিরামচর গ্রামের আমজাদ আলীর ছেলে গাজিউর রহমান সাজু, একই উপজেলার কুতুব আলী, উসমান মিয়া,বেলু চৌধুরী, রাজ্জাক মিয়া সহ অজ্ঞাতনামা আরও ৩ জন।