ঢাকাMonday , 27 April 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে রমজানের শুরুতেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম

Link Copied!

সৈয়দ হাবিবুর রহমান ডিউক।। শায়েস্তাগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে বেড়েছে কাচাবাজার সহ অন্যান্য জিনিসপত্রের দাম। জানা যায়, উত্তরবঙ্গ থেকে ট্রাক না আসা এবং স্থানীয় কৃষকদের পরিবহন সমস্যার কারণে সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, সেখানে প্রচুর পরিমাণ সবজি নিয়ে এসেছেন কৃষকরা। পাইকাররা সেখানে এসে সবজি ক্রয় করছেন। মৌসুমি সবজি আলু, টমেটো, লাউ, ফুলকপি, বাধাকপি, বরবটিসহ সব ধরনের সবজি থাকলেও দাম তুলনামূলক ভাবে বেশী।

ছবিঃ শায়েস্তাগঞ্জের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান।

সুতাং বাজারের পাইকার বাছির মিয়া জানান, উত্তরবঙ্গ থেকে ট্রাক না আসায় এবং স্থানীয় কৃষকরা কোনো গাড়ি না পেয়ে বেশী মূল্যে রিক্সায় করে সবজি বাজারে আনছে। ফলে দাম একটু বেশী। পাইকারিভাবে আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা কেজি। টমেটো ২০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাধাকপি ২৫ টাকা, ঢেড়শ ৫০ টাকা, বেগুন ৪০টাকা দরে বিক্রি হচ্ছে এই বাজারে।

গতকাল রবিবার শায়েস্তাগঞ্জের অলিপুর বাজারে ঘুরে দেখা যায়, লেবু ২০টাকা হালি, ধনিয়া পাতা ২০০ টাকা কেজি,গাজর ৮০ টাকা, শসা ৬০টাকা, বাহরপাতার আটি ২৫ টাকা, কাচামরিচ ৮০ টাকা কেজি, কাঠাল ২৭০ টাকা পিস, আনারস ১৫০ টাকা হালি, তরমুজ ৮০ টাকা পিস টমেটো ২০টাকা কেজি,১০ টাকা হালি নাগামরিচ, পেয়াজ ৫৫ টাকা কেজি, রসুন ১২০ টাকা, ছোলা ৭৫ টাকা, খেসারী ডাল ৪৫ টাকা কেজি,মসুরি ডাল১০০ টাকা কেজি, চিনি ৬০ টাকা কেজি ও চাল ৪৫ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। কাচামরিচের দাম বেড়েছে কেজি পিছে ২০ টাকা, মসারী ডালের দাম বেড়েছে কেজি পিছে ৩০ টাকা করে, অন্যান্য জিনিসের দাম বেড়েছে অন্তত ৫-১০ টাকা করে। আগের তুলনায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা পড়েছেন বিপাকে।

রমজান আসাতে জিনিসপত্রের দাম বেড়েছে এই কথা মানতে নারাজ ব্যবসায়ীরা। তাঁদের দাবি রমজান উপলক্ষে কখনো দাম বাড়ানো হয় না। দাম বাড়ে মূলত সরবরাহ কম থাকলে। এখন সরবরাহ কমেছে, তাই দামও কিছুটা বেড়েছে।

অন্যদিকে মাছের মধ্যে রুই-কাতলা বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৮০ টাকায়, তেলাপিয়া ১৪০ থেকে ১৮০ টাকায়, মৃগেল ৩৫০ টাকায়, চিংড়ি প্রকারভেদে ৪৮০ থেকে ৫৫০, লইট্টা ১৬০ থেকে ১৮০ টাকায়, রুপচাঁদা ৫০০ থেকে ৬০০ টাকায় ও ফলি মাছ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা। এ ছাড়া কক মুরগি ২৮০, দেশি মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের মধ্যে গরু ৬০০ থেকে ৭০০ টাকায় এবং খাসি ৭০০ থেকে ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ মাংসের দাম ও তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে কথা হয় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা সুমি আক্তারে সাথে, তিনি জানান, আমরা সরজমিনে গেলে ব্যবসায়ীরা দাম বেশি রাখার বিষয়টি অস্বীকার করেন। রমজান উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবকয়টি বাজারে ভ্রাম্যমান আদালতের টহল অব্যাহত রয়েছে, সাময়িক পরিস্থিতিতে কাউকে জরিমানা করা হচ্ছে না, সকল ব্যবসায়ীদেরকে সাবধান করা হচ্ছে।