তারেক হাবিব : সম্প্রতি দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাব বিস্তার বাড়তে থাকায়, লকডাউনে ঘরে আটকে থাকা অসহায় মানুষের মাঝে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দীন তালুকদারের ব্যাক্তিগত উদ্যোগে ৫ম দিনের মতো শতাধিক পরিরারের মধ্যে ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে।শনিবার (১১ মার্চ) দুপুরে স্থানীয় শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ ত্রাণ বিতরণের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারনকে নিরাপদ সামাজিক দুরত্বে চলাফেরা করতে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ,হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক টিএম আফজাল প্রমুখ।
যুবলীগ নেতা ফজল উদ্দীন তালুকদার দৈনিক আমার হবিগঞ্জকে জানান, লকডাউনে ঘরে থাকা অসহায়দের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে এ ধরনের সাহায্য অব্যাহত থাকবে।