তারেক হাবিব ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ৩০ মার্চ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের আমির হোসেন এর স্ত্রী রুখ-সেনা বেগম ও আব্দুর হকের স্ত্রী রোজিনার সাথে দিন ধরে মোবাইল চুরির বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে উল্লেখিত সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শামীম মিয়া (৩০), সেলিনা বেগম (২৫), রুজিনা বেগম (২৮), ফুলেছা বেগম (২৮), রুকিয়া বেগম (৫৫), মুন্নি আক্তার (১৮) , সফিক সর্দার (৫০), কাউছার মিয়া (৩০), সুমন মিয়া (২৮), জালাল মিয়া (২০), রুখন মিয়া (৩০), রানা মিয়া (২০), রিপন মিয়া (৩০) দের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা বাকীদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজ্জাম্মেল হক জানান, এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।