শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০১৯উপলক্ষে, মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ, লাখাই, শায়েস্তাগঞ্জ ৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট জনাব আবু জাহির, মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আব্দুর রশিদ তালুকদার ইকবাল। সভার শুরুতেই কোরান তেলাওয়াত ও গীতা পাঠ পরিবেশন করা হয়এবং বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয় ।
শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার,পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিকুর রহমান, পৌর মেয়র ছালেক মিয়া বীর মুক্তিযোদ্ধা বাবু প্রানেশ দত্ত, ব্রাম্মনডুরা ইউপি চেয়ারম্যান জনাব আদিল হোসেন জজ মিয়া প্রমুখ ।সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।