সৌমিত্র দাশ সুমন : শায়েস্তাগঞ্জে প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে দিন,দিন বেড়েই চলছে জন সমাগম। সকাল ৬টা থেকেই এরকম দৃশ্য লক্ষ্য করা যায়, ঈদের কেনাকাটায় যেনো কমতি নয় কারো, নেই করোনার ভয়। বিশেষ করে কাপড়ের দোকান গুলোতে বেশী ভীড় লক্ষ্য করা গেছে। একজন কাপড় ব্যবসায়ী দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, বিগত দিনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, তাই স্বাস্থ্যবিধি মেনেই আমরা আমাদের প্রতিষ্ঠান চালু করেছি। কিন্তু সচেতন মহলের বক্তব্য উল্টো।

ছবি : শায়েস্তাগঞ্জে মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একজন সচেতন ব্যক্তি জানান, প্রায় দোকানেই মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। হ্যান্ড সেনিটাইজার রাখার কথা থাকলেও অনেক দোকানেই তা নেই। এরা নামে আছে কামে নেই।শুধু তাই নয় রাস্তায় চলার পথেও নেই কোন আইন কানুন। যে কারনে মহামারী করোনার ঝুঁকি বেড়েই চলেছে। তাই সচেতন মহলের মতে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি দেওয়া অত্যন্ত জরুরী।