শায়েস্তাগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 6 August 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে  পুলিশের বিশেষ অভিযান চালিয়ে  ইয়াবা চোলাই মদসহ  দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
জানা যায় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার হাসপাতাল সড়কে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়  শায়েস্তাগঞ্জ থানার এস আই রাজিব চন্দ্র সরকারের নেতৃত্বে এস আই বিধান ও  এস আই ইমাম হোসনসহ একদল পুলিশ।

ছবি : আটক মাদকসেবী

এ সময়  ৪০ পিছ ইয়াবাসহ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ফরিদপুর গ্রামের  ডাক্তার নাজির হোসেন ছেলে মনির হোসন কে  গ্রেফতার করা হয়।
অপরদিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পুরানবাজারে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের ছেলে মোঃ নুর আলী ফকির।

ছবি : আটক মাদকসেবী

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হোসেনবলেন আইজিপি মহোদয়ের নির্দেশে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জেও মাদকের বিরুদ্ধে পুলিশের  বিশেষ অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে। কোন মাদক ব্যবসায়ী কে ছাড় দেয়া হবে না।