শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 30 March 2022
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুহিন শিপন
March 30, 2022 10:26 pm
Link Copied!

শায়েস্তাগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ মার্চ) বিকালে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার এবং ড্রাইভার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজরাতুন নাঈম ।

এ সময় মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় দাউদনগর বাজারের আব্দুল হাই স্টোরকে ৩ হাজার টাকা, একই অপরাধে ড্রাইভার বাজারের হিরাজ স্টোরকে ২ হাজার টাকা এবং ফুল মিয়া স্টোর কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে
অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।