শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 18 January 2023
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়

Link Copied!

হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকা থেকে বিপুল পরিমান জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৭জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় ।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় অনুমোদনবিহীন ক্যামিকেল মিশ্রন, ফ্রিজে কাঁচাবাসি খাবার সংরক্ষন, বাসি খাবার বিক্রয়সহ নানা অপরাধে নান্না বিরিয়ানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভেজাল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।