শেখ শাহাউর রহমান বেলাল : শায়েস্তাগঞ্জের শিল্পাঞ্চল খ্যাত অলিপুরে ভোক্তা অধিকারের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালানা করা হয়।
রবিবার (১০মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার হবিগঞ্জের সহকারি পরিচালক দেবানান্দ সিনহার নেতৃত্বে চাউলের আড়ৎ শাকির এন্টার প্রাইজকে চালে ভেজাল পাওয়ায় ৩ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীন ঔষধ পাওয়ায় দিগন্ত ফার্মেসীকে ৪ হাজার টাকা,পন্যের মুল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীন পন্য পাওয়ায় তুরার আলী ও বাচ্চু মিয়ার মুদি দোকান কে ৪ হাজার টাকা, খেজুরের পেকেটে পোকা পাওয়ায় ডেইলি সপ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।