মুহিন শিপন : শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেট অভিমুখে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের ১টি যাত্রীবাহী বাস শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাঈনুল হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।