শেখ শাহাউর রহমান বেলাল:: করোনা ভাইরাস সংক্রমন রোধে লকডাউনে ঘরবন্ধি দেশের মানুষ। বন্ধ সব অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ। রাস্তায় ঘুড়ছেনা গাড়ির চাকাও। জন জীবন বিপর্যস্থ। নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু থেমে নেই ভাড়িওয়ালাদের ভাড়া। খেতে পারুক আর নাই পারুক যথা সময়ে ভাড়া দিতে হবে। তা না হয় মারধর, গালাগালসহ শুনতে হয় অনেক কথা। তেমনিভাবে শায়েস্তাগঞ্জের ওলিপুরে এক ভাড়াটিয়াকে পেটালেন বাড়ির কেয়ার টেকার। তার অপরাধ ৪ তারিখের ভাড়া ১০ তারিখে দেয়ার কথা বলার জন্য।
নাছির মিয়া। বয়স প্রায় ৩২। চার সন্তানের জনক হলেও শুধুমাত্র স্ত্রীকে নিয়ে অলিপুর শিল্পাঞ্চল খ্যাত তাফরিদ কটন মিলের ম্যাচে ভাড়া থাকেন। উপার্জনের একমাত্র মাধ্যম হলো গাড়ির চাকা ঘুরলে তার জীবনের চাকা ঘুরে। গত নভেম্বরের ২০ তারিখে ১৫০০ টাকায় ভাড়া নেন এখানে এই বাসা। স্ত্রী সন্তান নিয়ে ভালই ভাল যাচ্ছিল তার সুখময় দিনগুলো। কিন্তু করোনা ভাইরাস দেশে বৃদ্ধি পাওয়ায় সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হিসেবে বন্ধ হয়ে যায় গাড়ির চাকা। সেই সাথে নাছির মিয়ার জীবনের চাকাও বন্ধ হয়ে যায়। কোন রকম দিনাতিপাত করলেও আটকে যায় দু’মাসের ভাড়া। হিমশিম খেতে হয় নাছির মিয়ার। তবুও দিতে হবে। কিন্তু সময়মত ভাড়ার টাকা পরিশোধ না করায় তাফরিদ কটন মিলের সিকিউরিটি ও বাড়ির কেয়ার টেকারের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে মার খেলেন নাছির মিয়া। ঘটনাটি ঘটে গত ৪ তারিখ বুধবার অলিপুর স্কয়ারের সামনে তাফরিদ কটন মিলের ম্যাচ বাসায় এ ঘটনা ঘটে।

ছবি : প্রতীকি ছবি অনলাইন থেকে নেয়া
ভুক্তভোগী নাছির মিয়া দৈনিক আমার হবিগঞ্জকে জানান, গত ৪ তারিখ বুধবার বাড়ির কেয়ার টেকার আব্দুল হাই তার স্ত্রীর কাছে ভাড়া চায়। কিন্তু তার স্ত্রী বর্তমান দেশের পরিস্থিতির কথা বলে ৬ দিনের সময় চান আব্দুল হাইর কাছে। এতেই আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে নাছির মিয়ার স্ত্রীকে গালমন্দ করতে থাকেন। এক পর্যায় কথাকাটি হলে আব্দুল হাই নাছির মিয়ার স্ত্রীকে মারার জন্য এগিয়ে গেলে নাছির মিয়া বাধা দেয়। এসময় কেয়ার টেকার আব্দুল হাই নাছির মিয়াকে মারধর করে।
পরে বিষয়টি তাফরিদ কটন মিলের ম্যানেজার আজমকে জানালে তিনি আরও ক্ষিপ্ত হন নাছর মিয়ার প্রতি। ভাড়ার টাকা পরিশোধ না করে বাসায় না থাকারও কথা বলেন ম্যানেজার আজম।
ঐদিন সন্ধায় নাছির মিয়া তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি চুনারুঘাট গিয়ে ধারদেনা করে পরেরদিন ভাড়া নিয়ে এসে পরিশোধ করেন। কিন্তু তিনি বাসায় গিয়ে দেখেন তার বাসার তালা ভেঙ্গে ঘরে থাকা আসবাপত্রসহ যাবতীয় জিনিসপত্র নিয়ে গেছে। তবে মালামাল সরানোর বিষয়ে অস্বীকার করেন আব্দুল হাই।
এঘটনায় নাছির মিয়া শায়েস্তাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পরও থানা পুলিশ কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেন ভুক্তভোগী নাছির মিয়া ।
এ ব্যাপারে নাছির মিয়া বলেন, আমি গরিব মানুষ। আমাকে তারা বেধরক মারধর করেছে। আমার মালামাল নিয়ে গেছে। থানায় অভিযোগ করেছি বলে কটন মিলের ম্যানেজার আমাকে হুমকি দিচ্ছে। থানার পুলিশ কিছু করতে পারবে না বলেও আমাকে শাসান। আমি হারানো মালামাল ফেরত পাবার আশায় বার বার মানুষের ধারে ধারে ঘুরছি। এলাকার মেম্বারকে জানিয়েছি। তিনি আশ্বস্থ করেও কোন কিছু করতে পারেনি। আমি কি এর বিচার পাবো না? আমি খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
তাফরিদ কটন মিলের ম্যানেজার আজমের কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে, তিনি পরে কথা বলবেন বলে কেটে দেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হোসেন এ বিষয়ে বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।