সৌমিত্র দাস : শায়েস্তাগঞ্জ পৌরএ লাকার দাউদনগর কাঁচা বাজারের পাশে ময়লার ভাগাড়। ব্যবসায়ীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন। শুধু তাই নয় পথচারীদের নাক চেপে চলতে হয় প্রতিনিয়ত। ময়লা আবর্জনার স্তুপের কারনে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই। সোমবার (১৩ই সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে এ দৃশ্য লক্ষ্য করা যায়।
এসময় নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একজন ব্যবসায়ী আমার হবিগঞ্জের প্রতিনিধি কে জানান, দীর্ঘদিন যাবত আমরা এ সমস্যার সম্মুখীন। বারবার তাগিদ দেয়ার পরেও আজ পর্যন্ত এর কোন প্রতিকার পাওয়া যায়নি।
তাই দ্রুত ময়লার স্তুপ সরানোর জন্য পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।