শায়েস্তাগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন যাত্রীরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 April 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন যাত্রীরা

Link Copied!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :  যেখানে করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশ লকডাউন করা হয়েছে, মানুষ চলাচল সীমিত করা হয়েছে, সেখানে সেবা মূলক যান অ্যাম্বুলেন্স, রোগির নামে যাত্রী টানছে। সরেজমিনে দেখা যায়, ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলাবাহীনী চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা বেশ জোরধার করে রেখেছে। আবার সড়কের বিভিন্ন জায়গায় বেশ কিছু যাত্রীকেই গন্ত্যবে যাওয়ার জন্য দাড়িয়ে থাকতে দেখা যায়। অনেক সময় দাড়িয়ে কোন পরিবহনে যেতে না পেরে, বেশ কিছু যাত্রী এখন অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ম্যানেজ করে বিভিন্ন স্থানে যাচ্ছেন।জরুরী রোগী বহনের জন্য এ্যাম্বুলেন্সগুলোকে রাখা হয়েছে।

ছবি : অ্যাম্বুলেন্সে করে যাত্রী সেবা দেয়া হচ্ছে , ছবিটি শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ থেকে তোলা

সেখানে সাধারণ যাত্রীদের  অ্যাম্বুলেন্স ব্যবহার করে আসা যাওয়া চলমান সংকটে অনেক ঝুকি বহন করছে। কিছু কিছু অসাধু  অ্যাম্বুলেন্স চালকরা অতিরিক্ত টাকা পাওয়ার জন্য এ অবৈধ পন্থা অবলম্বন করছেন।জরুরী রোগী বহন করার কারণে অ্যাম্বুলেন্স এর গাড়ীগুলো চেক করা হয়না, আর এ সুযোগে চালকগণ জীবনের এরকম ঝুঁকি নিয়ে যাত্রী টানছেন।এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন এ বিষয়টি আমাদের জানা ছিলনা, এখন থেকে আমরা নজরদারী রাখব।