সদর প্রতিনিধি : বাড়ির ভাড়াটিয়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কারণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ছালেক মিয়ার বাড়ি লকডাউন করেছেন প্রশাসন। সোমবার (০১ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দশে পৌর মেয়রের বাড়ি লকডাউন করা হয়।
লকডাউনের সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার উপস্থিত ছিলেন। এসময় মারা যাওয়া ওই ভাড়াটিয়ার সঙ্গে বসবাসকারী ৫ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র জানায়, সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে শায়েস্তাগঞ্জ পৌর মেয়রের ভাড়টিয়া সুমন চন্দ্র মোহন্ত (২৯) মারা যান। এখবর পেয়ে উপজেলা প্রশাসন পৌর মেয়রের বাড়ি লকডাউন করে এবং সুমনের সঙ্গে বসবাসকারিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দশ দেওয়া হয়।
সুমন মোহন্ত আরএফএল কোম্পানীর ইটালিয়ানো গ্রুপে সেল্স অফিসার হিসেবে শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বাহুবল এরিয়ায় কর্মরত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সুমন পৌর মেয়র ছালেক মিয়ার যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িটি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে নিহত সুমনের সঙ্গে বসবাসকারী আরাও ৫ যুবককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।