মুহিন শিপন, শায়েস্তাগঞ্জে প্রতিনিধি : সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এ সময় মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুল হামিদের ছেলে ফরিদ মিয়া (৩০), গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী একই উপজেলার তালুকহড়াই গ্রামের আতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের সৈয়দ মিয়ার ছেলে রমজান মিয়া (৪৭), নিজগাও গ্রামের শমছু মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৭) এবং চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত থাকায় অলিপুর এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১) কে আটক করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করেন। এবং বলেন এ অভিযান চোলবে।