শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামকস্থানে পিকআপের ধাক্কায় আহত ছাত্রদল নেতা মোঃ আনু মিয়া দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন। সোমবার (২২) জুন দিবাগত রাত ২ টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ছবি : নিহত ছাত্রদল নেতা আনু মিয়ার ফাইল ছবি
নিহত আনু মিয়া উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়ন ছাত্রদলের নেতা এবং শৈলজুড়া গ্রামের কিতাব আলীর ছেলে। এর আগে গত ২০ জুন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জ যাবার পথে অলিপুর বাজারে একটি পিকআপের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত তিনি। এসময় তার সঙ্গে ছিলেন তার খালাতো বোন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, নিহতের বিষয়টি অবগত আছি এবং সড়ক দুর্ঘটনার পর থেকে পিকআপটি আটক রয়েছে।