শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 4 May 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :  শায়েস্তাগঞ্জে বাড়ির পাশে দিঘীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দুপুর ৩ টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা মহল্লায় এ ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭ নং ওর্য়াডের কাউন্সিলর মোঃ তাহির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা মহল্লার টমটম চালক ফারুখ মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৩) প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলো।
অনেক সময় হওয়ার পর ইয়াসিনের মা স্বপ্না বেগম থাকে খুঁজতে থাকেন।  কিন্তু কোথাও না পেয়ে বাড়ির পাশ্ববর্তী দিঘীতে গিয়ে দেখেন ইয়াসিন পানিতে ভাসছে। সাথে সাথে থাকে উদ্ধার করে প্রথমে পুরানবাজারে প্রাইভেট ক্লিনিকে নেয়া হলে ডাক্তার হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইয়াসিন কে মৃত বলে ঘোষনা করেন। ইয়াসিন কে হারিয়ে বাবা ফারুক ও মা স্বপ্না বেগম এর কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠছে।