শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : আহত ৭ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 8 January 2023
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : আহত ৭

মুহিন শিপন
January 8, 2023 11:55 am
Link Copied!

শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ৭ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮জানুয়ারি) সকাল সাড়ে আটটায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে চালক সহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস (সিলেট-ব ১১-০০৬০) গাড়িটি বেপরোয়া গতিতে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাতে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।