সৌমিত্র দাস সুমন : শায়েস্তাগঞ্জে দর্পন পরিবারের উদ্যেগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গত ১৬ই ডিসেম্বর উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ-উপলক্ষ্যে সকালে এক বিজয় র্যালি বের করা হয়। উক্ত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৃহত্তর সিলেটের প্রথম শহীদ হাফিজ উদ্দিন ও মাহফিল হোসেনের মাজারে পুস্ককবক অর্পন করা হয়।

ছবি : শায়েস্তাগঞ্জে দর্পন পরিবারের উদ্যেগে মহান বিজয় দিবস উদযাপন
এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক, নিরব হাসান,সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন,সারা দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরুস্কার বিতরন করা হয়। পরে সৈয়দ আশরাফউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি জনাব আতাউর রহমান মাসুক। বিশেষ অতিথি ছিলেন শেখ সমিজ আলী, আলাউদ্দিন,রায়হান,আয়েছ মিয়া প্রমুখ। উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন,বোরহন,,জাকির, ফয়েজসহ দর্পন তরুন সংঘের দল প্রধান দেলোয়ার হোসাইন, সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।