শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 20 March 2020

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

Link Copied!

ছবিঃ শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু । ফটো- আমার হবিগঞ্জ টিম।

সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী পারাবত এক্সেপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান তিনি।

দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পক্ষ থেকে শায়েস্তাগঞ্জ থানায় যোগাযোগ করা হলে, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ আল মামুন জানান,নিহত নারী সুরাবই গ্রামের আব্দুল মতিনের কন্যা সীমা আক্তার(২৪)। এলাকার প্রত্যক্ষদর্শীদের মতে,ঐ নারী দুই হাত তুলে ট্রেন থামাতে চেষ্টা করলে দূর্ঘটনার কবলে পড়েন।লাশটি বর্তমানে রেলওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে ।

শায়েস্তাগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়