শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার যাত্রীর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 12 June 2024
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার যাত্রীর মৃত্যু

এম এ রাজা
June 12, 2024 7:36 pm
Link Copied!

হবিগঞ্জের লস্করপুরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ফুলবানু (৫০)। তিনি সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের উত্তর চরহামুয়া গ্রামের আবদুল্লাহ মিয়ার স্ত্রী। এতে আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার (১২ জুন) দুপুর ১টার দিকে চট্টগাম থেকে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের লস্করপুর লেভেল ক্রসিংয়ে সিএনজি অটোরিকশা লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশাটি। এতে থাকা যাত্রী ফুলবানু ঘটনাস্থলেই মারা যান।

লাইনের গেইটম্যানের অভিযোগ, বাঁশ ফেলে গেইট বন্ধ করলেও একটি সিএনজি অটোরিকশা সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ ফাড়ি ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে হাসাপতালে মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আলী।