জিকে ইউসুফ।। শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজের কাছে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে জাহির মিয়া (৪২) নামের এক ধান ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার(২৩সেপ্টেম্বর) বিকালে ধান বোঝাই ট্রাক্টর নিয়ে সুতাংয়ের বাজারের ধানের আড়তের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হলে ধানবোঝাই ট্রাক্টরের উপরে থাকা জাহির মিয়া নামের ব্যবসায়ী ছিটকে নিছে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলামের মাধ্যমে ফায়ার সার্ভিসের একটি এম্বুলেন্স এ করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত জাহির মিয়া সদর উপজেলার দিঘলবাগ গ্রামের মৃত মোজা মিয়ার ছেলে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। আমরা প্রাইভেটকারসহ গাড়ী দুটিকে আটক করেছি।