শায়েস্তাগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 15 August 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে জাতীয় শোক দিবস উদযাপন

অনলাইন এডিটর
August 15, 2020 9:03 pm
Link Copied!

ছবি: জাতীয় শোক দিবস উদযাপন।

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মস‚চির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনে ছিলেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শায়েস্তাগঞ্জ পৌরসভা, শায়েস্তাগঞ্জ থানা পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব ও শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাব।

সকাল সাড়ে ১০টায় পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।

প্যানেল মেয়র মোঃ মাসুদোজ্জামান মাসুকের উপস্থাপনায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, পৌর কাউন্সিলর খায়রুল আলম মোহাম্মদ
আলী, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমানসহ আরো অনেকে।

এদিকে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশুদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৪ শ দরিদ্র পরিবারে ১০ কেজি করে চাল, ৫০টি অসচ্ছল পরিবারে সচ্ছলতা ফিরাতে দুইটি করে হাঁস ও ১শ পরিবারকে গাছের চারা বিতরণ করা হয়েছে। এর আগে
পৌরসভা প্রাঙ্গণে গাছের চারা রোপন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। এছাড়াও পৌরসভার ৪৬টি মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

এর আগে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল আলী প্রমুখ।