এম এ রাজা : শায়েস্তাগঞ্জে ছেলের খোঁজ করতে গিয়ে বজ্রপাতে আছকির মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ৯টায় উপজেলার চন্ডিপুর গ্রামের যানি নদীর পাশে এ ঘটনা ঘটে।
মৃত আছকির মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ।
জানা যায়, শনিবার সকালে আছকির মিয়ার ছেলে মোঃ আরিফ মিয়া বাড়ির পার্শ্ববর্তী যানি নদীতে মাছ ধরার জন্য যায়। এ সময় ঝড় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। অবস্থার বেগতিক দেখে আছকির মিয়া তার ছেলে আরিফ কে খুঁজতে যাচ্ছিলেন চন্ডিপুর যানি নদীতে। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।