
ছবি : ছাত্রলীগ নেতা ফরিদ মিয়ার ফাইল ছবি
স্থানীয় সুত্রে জানা যায়, ফরিদ মিয়া দীর্ঘদিন যাবত ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দল পরিবর্তন করে এমপি আবু জাহিরের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিতের আশির্বাদপুষ্ট হয়ে নতুন রাজনীতি শুরু করেন।

ছবি : এমপি আবু জাহিরের হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগদান করার মুহুর্ত
উল্রেখ্য, গত ২৭শে ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব ৫-৭ জনের একদল সন্ত্রাসী নিয়ে সৌরভ পালের খামারে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। সৌরভ পাল চাঁদা দিতে অস্বীকার করায় প্রসেনজিৎ ক্ষিপ্ত হয়ে বলে আগামীকালের মধ্যে ২ লক্ষ টাকা চাঁদা না দিলে খামার বন্ধ করে দেওয়া হবে বলে হূমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে সৌরভ পাল চৌধুরীর বড় ভাই সৌমেন পাল চৌধুরী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ১ এপ্রিল ২০২০ বাংলাদেশ দন্ডবিধির ১৪৩/৪৪৮/৩৮৫/৩২৩/৩২৬/৩০৭/৩৭১/৫০৬/৩৪ পেনাল কোডে একটি মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেফতার হন ছাত্রলীগ নেতা ফরিদ মিয়া। গ্রেফতারকৃত ফরিদ মিয়া এই মামলা ৩ নাম্বার আসামি। অপর দিকে একই মামলার প্রধান আসামি শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিত এখনো ধরা ছোঁয়ার বাহিরে রয়েছেন।
গত ১৪ মে রোজ বৃহস্পতিবার চাঁদাবাজি মামলা তুলে না নিলে প্রাণনাশের হূমকি দিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ এই শিরোনামে জনপ্রিয় দৈনিক আমার হবিগঞ্জের অনলাইন ও প্রিন্ট ভার্সনে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।