শায়েস্তাগঞ্জে চাল বিতরণে অনিয়মের দায়ে নুরপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিষ্কার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 May 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে চাল বিতরণে অনিয়মের দায়ে নুরপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিষ্কার

Link Copied!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :: শায়েস্তাগঞ্জে চাল বিতরণে অনিয়মের দায়ে  নূরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক  মুখলিছ মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা  আওয়ামী লীগ।
শনিবার (৯ মে) রাত ১০ টায় জেলা আওয়ামীলীগের নির্দেশে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের যৌথ স্বাক্ষরে তাকে দল থেকে  বহিষ্কার করা হয়।
বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জ কে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।

ছবি : নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়ার ফাইল ছবি

 

গত শুক্রবার (৮মে) নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়ার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা তদন্ত করে চাল বিতরনে অনিয়মের সতত্যা পান। তদন্তে ৩শ কেজি চালের হদিস পাওয়া যায়নি। এরই সাথে ১৭শ কেজি চাল জব্দ করা হয়।
এ অনিয়মের কারনে বাংলাদেশ আওয়ামীলীগ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।