শায়েস্তাগঞ্জে গোপন অভিসারে লিপ্ত হতে গিয়ে আটক দেবর-ভাবি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 12 August 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে গোপন অভিসারে লিপ্ত হতে গিয়ে আটক দেবর-ভাবি

Link Copied!

মোঃ খায়রুল ইসলাম সাব্বির  :    রাতের আধারে গোপন অভিসারে লিপ্ত হতে গিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে করম আলী নামে এক দুবাই প্রবাসীর স্ত্রী মিনা আক্তার (২৮) এবং রুস্তম আলী পুত্র লিটন (৩৫) কে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি ধামাচাপা দিতে চলছে রফাদফা। থানা থেকে ছাড়িয়ে আনতে ভীড় করছেন প্রভাবশালীরা।

আটককৃতরা হলো ব্রাহ্মণডুরা ইউনিয়নের রুস্তম আলী পুত্র মোজাহের উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদন্য লিটন মিয়া এবং করম আলীর স্ত্রী ১ সন্তানের জননী মিনা আক্তার।


মঙ্গলবার (১২ আগস্ট) রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণডুরা ইউনিয়নের করম আলীর সাথে ৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় মিনা আক্তারের। সংসারে অভাব অনটন দুর করতে অর্থ উপার্জনের জন্য করম আলী বিদেশ গমন করলে দূ:সম্পর্কের তারই চাচাত ভাই লিটন এর সাথে এক সন্তানের জননী মিনা আক্তারের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। অবৈধ প্রেম টানে লোক চক্ষুকে ফাঁকি দিয়ে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয় লিটন এবং মিনা।
স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে হাতেনাতে আটক করে থানা পুলিশ।

 

এ নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক রসালো আলোচনা সসালোচনা। সচেতন মহলের দাবী এই পরকীয়ার কারনে আজ যুব সমাজ পতনের দিকে, নষ্ট হচ্ছে অনেক পরিবারের সংসার।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই মামুন জানান, রাতে তাদেরকে ধরে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।