শায়েস্তাগঞ্জে গৃহবধুর ১ লক্ষ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার ছিনতাই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 5 December 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে গৃহবধুর ১ লক্ষ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার ছিনতাই

অনলাইন এডিটর
December 5, 2020 4:29 pm
Link Copied!

 

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রাস্তা থেকে দিন-দুপুরে ছুরিকাঘাত করে এক গৃহবধুর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত।

গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার চাঁনপুর গ্রামের জলফু তালুকদারের স্ত্রী সুলতানা তালুকদার (৪০) ছেলে শাকিবকে (৮) নিয়ে মদনপুর গ্রামে বিয়ে বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নোয়াগাঁও গ্রামের রাস্তার কাছে আসলে দুইটি মোটরসাইকেলে একটি সংঘবদ্ধ দল তাদের পথরোধ করে।

কিছু বুঝে উঠার আগেই সুলতানার শরীরে আঘাত করে এবং ছেলের গলায় ছুরি ধরে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।

মা-ছেলের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সুলতানা তালুকদারকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ অবস্থায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।