শায়েস্তাগঞ্জে গাঁজা ও গাঁজার গাছসহ আটক ৩ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে গাঁজা ও গাঁজার গাছসহ আটক ৩

Link Copied!

 

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ৯টায় শায়েস্তাগঞ্জ থানার এসআই মোখলেছ, কমলাকান্ত ও জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিস অভিযান চালিয়ে উপজেলার ব্রাক্ষণডুরার রাবনডুবি গ্রামের খেলু মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, রাবনডুবি গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে খেলু মিয়া (৬০), মৃত আনছব আলীর ছেলে আহাদ মিয়া (৬০) ও মৃত আকবর আলীর ছেলে ফারুক মিয়া। এসময় রাবনডুবির খেলু মিয়ার বাড়িতে তল্লাশিকালে বাড়ির আঙ্গিনায় দুইটি গাঁজার গাছ পাওয়া যায়।

 

ছবি: গাঁজা ও গাঁজার গাছসহ আটক: খেলু মিয়া (৬০), আহাদ মিয়া (৬০), ফারুক মিয়া

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃত তিনজনই গাঁজা সেবনকারী। তাদের সাথে ৬টি গাঁজার পুরিন্দা পাওয়া গেছে। তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করার জন্য এনডিসি হবিগঞ্জ বরাবরে প্রেরণ করা হয়েছে।