শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের অলিপুরে আলহাজ্ব ক্বারী ফরয আলী জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
প্রভাষক মো: শাহিন মিয়ার সঞ্চালনায় ও বিশিষ্ট মুরব্বী আব্দুল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাক্ষণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন আদিল জজ মিয়া, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছাক আলী সেবন, ব্রাক্ষণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম দিপন, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব চৌধুরী, আব্দুল আজিজ, মোহন মেম্বার, মনিরুল ইসলাম, তৈয়ব আলী, রাহাত মুন্না, মুসতাক খান, ফুরুক মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো, সুজেন মিয়া। প্রধান অতিথি আব্দুর রশীদ তালুকদার ইকবাল অলিপুরের রাস্তার জন্য উপজেলা পরিষদ থেকে ২ লাখ টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দেন ও বিশেষ অতিথি হোসাইন আদিল জজ মিয়া ইউনিয়ন পরিষদ থেকে ২ লাখ টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দেন। প্রধান অতিথি আরো বলেন, অলিপুরের ক্বারী ফরয আলী জামে মসজিদের অনুদানের জন্য এডভোকেট মো: আবু জাহিরকে অবগত করবেন।