সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জঃ সারাদেশ একযোগে হোম কোয়ারেন্টাইন তথা ঘরে থাকার নির্দেশ দিয়েছেন সরকার। মরণব্যাধি করোনা ভাইরাস থেকে বাচার জন্য ঘরে থাকার বিকল্প নেই। এদিকে শায়েস্তাগঞ্জ এর বিভিন্ন পাড়া মহল্লায় মাঠে সকাল বিকালে খেলা হচ্ছে ক্রিকেট, ফুটবল সহ নানা ধরনের খেলা। অসচেনতা আর অভিভাবকদের উদাসীনতা ও অবহেলার কারণেই ছেলে মেয়েরা এখন খেলায় ব্যস্ত রেখে নিজেদের অবসর সময় কাটাচ্ছে।

ছবি : হোম কোরান্টোইন না মেনে পাড়া মহল্লায় চলছে বিভিন্ন রকমের খেলাধুলা
আইনশৃঙ্খলা বাহিনীর সব জায়গায় টহল থাকলে ও খেলার মাঠগুলোতে তাদের নজরদারি নেই, সেজন্য অবাধেই চলছে খেলাধুলা। দলবেঁধে ক্রিকেট,ফুটবল খেলার কারণে ছড়াতে পারে শিশু কিশোরদের মাঝে করোনা ভাইরাস। শায়েস্তাগঞ্জ এর সুরাবই মাদ্রাসার মাঠে প্রতি বিকালেই ফুটবল খেলা চলে। আর সকালে ক্রিকেট খেলা হয়।
মাঠের পাশেই একজন সচেতন ব্যবসায়ী বিপ্লব মিয়ার সাথে কথা বললে তিনি জানান, প্রতিদিনই তাদেরকে নিষেধ করা সত্তে ও তারা কথা না শুনে খেলায় লিপ্ত থাকে। তাই স্থানীয় সচেতনমহল অত্র অঞ্চলের খেলার মাঠে নজর রাখার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।