শায়েস্তাগঞ্জে করোনা রোগীর বাড়িতে ফলমূল পাঠালেন ইউএনও - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 23 May 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে করোনা রোগীর বাড়িতে ফলমূল পাঠালেন ইউএনও

Link Copied!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলায় এ পর্যন্ত একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার এক কলেজ ছাত্রের করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়ে।
করোনা আক্রান্ত কলেজ ছাত্রকে শুক্রবার বাড়িতেই হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তার বাড়িটিসহ আশেপাশের কয়েকটি বাড়িও লকডাউন করা হয়েছে।
 শনিবার (২৩ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা রোগীর বাড়িতে ফলমূল পাঠানো হয়েছে। ওই এলাকার সেচ্ছাসেবী ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রহমান সোহাগের মাধ্যমে ফলের ঝুড়ি পাঠানো হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  সুমী আক্তার বলেন, উপজেলার এখন পর্যন্ত একমাত্র রোগী তিনি। তার মনোবল যাতে না ভাংগে এবং প্রচুর পরিমানে ফল খাওয়ার প্রয়োজন। তাই ওই রোগীর বাড়িতে ফলের ঝুড়ি পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তার পাশে আছে।