শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ উপজেলার ৫ নং ওয়ার্ড পূর্ব বাগুনীপাড়া গ্রামের মোঃ অনু মিয়ার ছেলে ডাক্তার মোঃ ফজলু মিয়া গত ২০ তারিখে হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করান, এতে করে তার শরীরে পজিটিভ পাওয়া যায়। এই বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক। তবে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রাথমিক ভাবে কোনো উপসর্গ পাওয়া যায়নি।

সেই দিনের পর থেকে আক্রান্ত ব্যক্তি নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে আছেন। এই দিকে তার বাড়িতে প্রশাসনিক সহযোগিতা কোনো ধরণের লক ডাউনের ব্যবস্থা না থাকার কারণে আক্রান্ত ব্যক্তির বাসায় তার বন্ধু -বান্ধব, আত্মীয় স্বজন ও গ্রামের কিছু মানুষের অবাধে আসা যাওয়া এবং আক্রান্ত রোগীর পাশে বসে গল্পগুজব করার মতো ঘটনা ও ঘটছে।
বর্তমানে আক্রান্ত ব্যক্তির শরীরে হালকা শ্বাসকষ্ট ও খাওয়া অরুচির মতো উপসগ দেখা দিয়েছে। এতে করে পুরো গ্রামে এখন আতঙ্ক বিরাজ করছে।
গ্রামবাসীর দাবি একটাই আক্রান্ত ব্যক্তির বাড়ি যেন খুব দ্রুত শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহায়তা লক ডাউনের আওতায় নিয়ে আসা হয়। তার না হলে করোনা পুরো গ্রামে বিস্তার লাভের আশঙ্কা রয়েছে।