শায়েস্তাগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্তদের নগদ অর্থ প্রদান। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 9 July 2020
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্তদের নগদ অর্থ প্রদান।

Link Copied!



মোঃ খায়রুল ইসলাম সাব্বির : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দুইজন করোনা রোগীকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। বুধবার (০৮ জুলাই) দুপুরে উপজেলার চরহামুয়া গ্রামের নুর ইসলামের ছেলে কলেজছাত্র আব্দুল ওয়াহেদ রাজা ও কলিমনগর গ্রামের আব্দুর রকিবের ছেলে সৌদি প্রবাসী ঈসমাইল হোসেনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের হাতে ৫ হাজার টাকা করে দু’টি চেক তুলে দেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী আক্তার জানান, উপজেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্তরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা আক্রান্ত রোগীদের আর্থিকভাবে সহযোগিতা দিচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। আপাতত উপজেলার ১০ জন করোনা আক্রান্ত রোগীকে আর্থিক সহযোগিতা দেব। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক করোনা আক্রান্ত রোগীদের পাশে আছে।